Sunday, February 18, 2018

কে আমলা আর কে কামলা

ডাক্তারইঞ্ছিনিয়ারশিক্ষকআমলাপেশাজিবীবুদ্ধীজিবী সব ক্ষেত্রে আমরা গোত্রেগোত্রে এত বেশী মত পথে বিভক্ত যে এক গোত্রের বিপদে অন্য গোত্রের কাউকে পাশে পাওয়া এখন এক প্রকার অসম্ভব বলে মনে হয়। নিজ গোত্রের বা দলের কারোর উপর অত্যাচার অমানবিক আচরনে অথবা রাজৈনতিক ফায়দা হাসিলে যে প্রতিবাদ ,মামলা,মানব বন্ধন টকশোতে যে প্রতিবাদের ঝড় উঠে  তা যদি একজন সাধারন মানুষের বেলায় সমান ভাবে দেখা যেত অত্যাচারীদের আস্ফালন  না কমলেও জ্যামিতিক হারে বাড়তে দেখা যেত না দেখে মনে হয় যতক্ষণ নিজের উপর না আসছে ততক্ষন কোন অন্যায়কে অন্যায় বলা যাবে না অবিচারকে অবিচার বলা যাবে না বলেই আমরা পণ করেছি আর তাই সমাজ জাতীর কাছে  যেমন মানবিকতা আশা করা যায় না তেমনি অত্যাচারী নিপীড়কদেরও নিবৃত করা যাবে না।
আজ সমাজ দেশ থেকে অন্যায় ,অবিচার,অত্যাচার দূর করতে হলে গোত্র তন্ত্র মন্ত্র ভেদাভদ ভুলে যেতে হবেকোন অন্যায় অত্যাচারে কে আমলা আর কে কামলা জাতপাত ভেদাভেদ না করে  কবি নজরুলের বিখ্যাত কবিতার লাইন " হিন্ধু না ওরা মুসলীম জীজ্ঞাসে কোন জন / কান্ডারী বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার " মনে করে তার পাশে সাহায্যের মন মানসিকতা নিয়ে দাড়াতে হবে কোন তোষামদ বা কোন রাজতোষ পদ পদবীর লোভে নয় ,অন্যায়কে অন্যায় ,ন্যায়কে ন্যায় ,সাদাকে সাদা, কালোকে কালো বলার মত বলিষ্ঠ চারিত্রীক গূণের অধিকারী হতে হবে ক্ষেত্রে সমাজ দেশের শিক্ষীতজনকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে বৈকি

Facebook : 23/05/2015
https://youtu.be/IQPUPWUqv48

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.