অতি সম্প্রতি মাকি'ন যুক্তরাষ্ট্র আমাদের দেশের কিছু ব্যাক্তির উপর মানবাধিকার লংঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাতে অনেকে একটু বেশি ই উচ্ছ্বসিত হয়েছেন আবার অনেকে একটু বেশি দুঃখীত হয়েও থাকতে পারেন । ভাই সকল এই অতি উচ্ছ্বসিত হ'বার যেমন কোনো কারণ দেখি না তেমনি অতি দুঃখীত হ'বার কোনো কারণ আমি অন্তত খুজে পাই না।
সত্যিকার মানবাধিকার লংঘনে দোষী করে নিষেধাজ্ঞা আরোপ যদি করাই হতো তবে প্রথমেই ইজরায়েলের কতা' ব্যাক্তিদের করা হ'তো। যারা বিশ্বের একমাত্র উন্মুক্ত কারাগার পশ্চিম তীর ও গাজায় মানবেতর জীবনযাপনরত ফিলিস্তিনিদের উপর এমন কোনো অমানবিকতা, নিষ্ঠুরতা নাই যা চালাচ্ছে না আর আহত নিহত করা একেবারেই তাদের প্রাত্যহিক নিয়ম করে ফেলেছেন । শুধু তাই নয় মানবাধিকার আর গনতন্ত্র রক্ষার নামে ইরাক সিরিয়া আফগানিস্তানকে নরককুণ্ড বানানো ফ্রান্স যুক্তরাজ্য এবং খোদ যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ নেতাদের কাঠগড়ায় দাড় করানো হ'তো। বাদ যেতো না মিসরের প্রেসিডেন্ট সিসি কাশ্মীরে অমানবিক অমানুষিক নিযা'তনের নাটের গুরু সহ ও অন্যান্য অনেক স্বৈর-শাসক।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.