Sunday, February 18, 2018

নীলগীরি






দিগন্তবিস্তৃত সবুজ শ্যামলীময়,
আকাশের কাছাকাছি সব পাহাড় ।
তারই বুক চিড়ে, উচু নিচু,
শীতল ধাবমান সাপের মত,
খাড়া পাহাড়ী পথ বেয়ে উঠেছিলাম
নীলগীরি, তোমার সুউচ্চ শিখড়ে ।
আকাশ ছুতে নয়,
চেয়েছিলাম মেঘ ছুতে ।
বড়ই ভুল, খুব অসময়ে যাওয়া
খরতপ্ত রোদে তোমার পাশে
তখন মেলেনি মেঘের দেখা ।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.