আমাদের ফেসবুকারগন আর কিছু সাহসী অনুসন্ধানী সাংবাদিকগণ কিছু কম'কতা'র এতো সব জানতে পারলে কৃষক -শ্রমিক কামার-কুমার পরিচ্ছন্নতা কমী' সহ আপামর মানুষের ট্যাক্সের টাকায় অন্ন- বস্ত্রে লালিত পালিত এসব দেখভাল করবার দায়িত্বপ্রাপ্ত প্রজাতন্ত্রের বিভিন্ন সংস্থার কম'কতা'দের কাজটা কি? অবস্থা দেখে বলা যায় তারা কম-বেশি সবাই জড়িয়ে গেছেন অপরাধে।সেই মানব সভ্যতার শুরু থেকেই অপরাধ ছিলো এবং ভবিষ্যতে মানব সভ্যতার ধংস পয্যন্ত' তা থাকবেই । পরিবার, সমাজ রাষ্ট্রের অপরাধ দমনে রক্ষক হিসাবে কাজ করার কথা প্রজাতন্ত্রের কম'কতা'- কম'চারীগনের। সেই রক্ষক যদি ভক্ষক হয় এবং ভক্ষণ করে পার পেয়ে যায় তখন কি আর কোনো উপায় থাকে? তাই বত'মানে অপরাধ মহামারী আকার নিয়েছে বিচারহীনতার সু্যোগে। কেহ আবার বড় কতা'র আদেশ পালনে জড়িয়ে গেছেন। কিছু যে ভালো নাই তা নয় তারা চুপসে থাকেন প্রতিবাদ কিংবা প্রতিকারের চেষ্টায় পুত্র-ক্ণ্যা-জায়ার ভরণপোষণের একমাত্র অবলম্বন চাকুরী হারানো সহ নানা প্রকার হয়রানির আশংকায়।
সম্ভবত এর কারণ গনতন্ত্রহীনতা, রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে মাটি ও মানুষের সাথে সম্পর্কযুক্ত রাজনৈতিক নেতা -নেত্রীহীন অযোগ্য আইন প্রনেতায় রাষ্ট্র পরিচালনায় সম্পুর্ন আমলা নিভ'রতা। সেই জনতার মঞ্চের নায়কদের দেওয়া একই Give and take পদ্ধতিতে সবাই যেনো মেতে উঠেছে অথ'-সম্পদ বাড়াতে। এর থেকে পরিন্ত্রান পেতে প্রয়োজন শক্তিশালী গনতান্ত্রিক রাষ্ট্র -ব্যবস্থা, থাকবে জবাবদিহির ব্যবস্থা , প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, অথ' আর পেশীশক্তির ব্যক্তি নয়, থাকবে মাটি ও মানুষের সাথে সম্পর্কযুক্ত যোগ্য সাংসদ, যোগ্যতা সম্পন্ন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী, দেশ পরিচালনা করবে তারাই, প্রজাতন্ত্রের আমলা কম'কতা'রা নয়।
বিরাট প্রশ্ন করবে কে?