Tuesday, July 30, 2019

সময় গেলে সাধন হয় না

প্রিয়া সাহা বিরাট প্রচার পেয়ে গেলেন। কোনো সংঘঠন হয়তো পুরস্কার ও দিয়ে ফেলতে পারে। ব্যক্তিগত ভাবে পতি পত্নী দুজনেই প্রতিষ্ঠিত তার দুই মেয়ে পড়শোনা করেন আমেরিকায়।ক্ষমতার আশে পাশে তাদের অবাধ বিচরণ। তার এহেন কম'কান্ড কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার নয়।তাই ঘটনাকে যতটা ছোট করে ভাবতে বলা হচ্ছে  অতটা কি ছোট? আমাদের জেএমবির উত্থানের প্রথম দিকে প্রশাসন এবং এলাকাবাসীর উতসাহের কথা, তার ও পরে তার দানব হয়ে আবি'ভুত হওয়ার কথা ভুলে গেলে চলবে না।আগামী মাসে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর ভারত সফরে সেখানকার সবচেয়ে কট্টোর পন্থী বলে পরিচিত স্বরাষ্ট্র মন্ত্রীর আলাপচারিতার কথা রয়েছে। ঠিক তার আগ মুহুর্তে  চট্টগ্রামে  ইসকন এর ঘটনা এবং বাংলাদেশের সবো'চ্চ সুবিধা ভোগীদের একজন প্রিয়ার কম'কান্ডকে একই সুত্রে গাথা ভাবলে ভুল হবে কিভুল হবে কি ভাবতে কোনো বড় ঘটনার এটা একটা এসিড টেস্ট মাত্র। 
বাংলাদেশই সম্ভবত এখন মুসলিম দুনিয়ার সবচেয়ে বেশী ঘন বসতিপুন্য' আনুপাতিক ভাবে শান্তিপুণ্য' দ্রুত অগ্রসরমান দেশ। আমরা আবার একটু  পা বাড়িয়েছি অন্য বন্ধুর দিকে।যা কেহ কেহ ভালো ভাবে নিচ্ছে বলে মনে হয় না। সীমান্তে ইজরায়েলের মতো বব্ব'তা, ওপারে ত্রিশ/চল্লিশ লক্ষ অনিবন্ধিত বাংলা ভাষাভাষী প্রস্তুত রাখা, মাঝে মাঝে রোহিংগাদের অন্য প্রান্ত থেকে এনে পুশ ব্যাক করা কোনো বিচ্ছন্ন ঘটনা হতে পারে না। যদিও আমরা বলছি প্রতিবেশী আমাদের পরীক্ষিত বন্ধু এবং সম্পর্ক এখন সবো'চ্চ শিখরে।  
ক্রমবর্ধমান উন্নয়নে বাংলাদেশ এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির আধিপত্য বিস্তারের  প্রতিযোগীতার ক্ষেত্রে পরিণত হয়েছে।এদেশ কখনো পাকিস্তান হবে না।শুধু আমরাই না, আমাদের কোনো প্রজন্মই তা দেখবে না এটার জন্য কোনো গবেষনার প্রয়োজন নাই।অথচ আমাদেরকে সেই আইএসআই নামক অদৃশ্য জুজুরভয় দেখিয়ে এবং চেতনার মশাল দিয়ে আমাদের মাঝে কখনো স্বাধীনতার পক্ষ বিপক্ষ আবার কখনো বাংগালী না বাংলাদেশী বিভাজন করে দৃশ্যমান শত্রুকে না চিনতে ঘোরের মধ্যে রেখে কেবলই যে যার মতো নিজেদের ফায়দা নিয়ে যাচ্ছে ।  
এবার যেন আর কোনো রাখ ঢাক নাই একেবারে উন্মুক্ত সব।তুমি আমাদের আছো আমাদেরই থাকো, কেবল আমাদের চাওয়ার মূল্যায়ন করো। অন্য পথে হাটলে অজুহাত দেখতেই পাচ্ছো তোমার দেশের গনতন্ত্র নাই, সুশাসন নাই সংখ্যালঘুদের নিরাপত্তাও নাই। উসিলা প্রস্তুত, প্রয়োজনে আমাদের আসতেও এখন আর কোনো বাধা নাই ।
আমাদের তাই উচিত বাংলাভাই এর উত্থান  থেকে শিক্ষা নেওয়া। দেশ ও জাতির কল্যানে জাতীয় গুরুত্বপূর্ণ সংবেদনশীল সংস্থাগুলিকে কপো'রেট চিন্তা ঝেড়ে ফেলে  পেশাদারীত্বের পরিচয় দিতে এবং অগ্রাধিকার ভিত্তিতে ঘটনার আড়ালের কি তা উদঘাটন করে  দ্রুত  যথাযথ ব্যবস্থা গ্রহন করা। সময়ের কাজ সময়েই করতে হয়, কথায় বলে সময় গেলে সাধন হয় না।  
FB posted :27/07/2019

No comments: