বড় বড় সেমিনার,সিম্পোজিয়াম,Facebook এ দেখি অনেক বড় বড় উকিল ব্যারিস্টার, অবসর প্রাপ্ত ঝানু ঝানু আমলা বিভিন্ন পেশাজীবির হতা'কতা'অনিয়ম অন্যায়
অবিচার দুনী'তি নিয়ে অনেক অনেক আবেগঘন কথাবার্তা
বলেন/লেখেন।দেশ নিয়ে ভাবেন, ভালো ভালো কথা বলে মানুষের বিবেক
জাগ্রত করতে যার পর নাই চেস্টার কোনো ত্রুটি রাখছেন । প্রশংসা করতেই হবে মুল্যবান
সময় নষ্ট করে দেশ ও জাতির মংগলের জন্য তাদের প্রচেষ্টার। আফসোস,অনেকেই আছেন যখন ক্ষমতা ছিলো সমাজে পরিবর্তন পরিবধ'ন কিছু একটা
করবার তখন করেন নাই। ভাবেন নাই ক্ষমতাহীন হলে, যে চাবুক ন্যায় নীতি উপেক্ষা করে ক্ষমতায় থাকতে অপরের পিঠে চাবকেছেন সেটাই
যে বাক পরিবর্তন করে নিজের পিঠে নিজের আপন জনের পিঠে পড়বে। আজকে যারা ক্ষমতাবান
তাদের এখনি ভাবতে হবে যাদের মংগলের জন্য এতো এতো অথ' সম্পদ গড়ছি যে সমাজ যে জাতি যে দেশ রেখে যাচ্ছি তা তারা ভোগ করতে পারবে কি? অন্যদিকে যারা আজ রাজনীতিকে পেশা বা ব্যবসা মনে না করে সমাজ,জাতি ও দেশের সেবা করতে চান। তারা
পারেন অসহায় কিন্তু আইনে প্যাচে আটকে গেছেন তাদেরকে আইনী সহায়তা প্রদান করে,কোথাও অবিচার,অনিয়ম, দুনী'তি দেখে সেখানে আইনি পদক্ষেপ গ্রহণ করেও দেশ ও জাতির
সেবা করা যায়।নেতা কিংবা পদ ও পদবী দিয়েই কেবল জনগণের , দেশের সেবা করা যায় তা কিন্তু নয়। একজন ডাক্তার সে যদি
সঠিক দায়িত্ব পালন করে মানুষের চিকিৎসা করেন, একজন শিক্ষক সব কিছুর উধে' থেকে তার ছাত্র ছাত্রীদের উপযুক্ত শিক্ষা দান করেন,একজন পরিছন্নতা কমী' তার উপর অপি'ত দায়িত্ব যথাযথ পালন করে এলাকা
পরিস্কার পরিছন্ন রাখেন এর চাইতে প্রদত্ত বড় সেবা আর কিছুই হ'তে পারে না।আমার কাছে মনে হয় সত্যি যদি দুনী'তি অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়তে হয় ঘড়ে বসে অন্য কাউকে
পরামশ' উপদেশ দিয়ে হবার দিন অনেক আগেই শেষ
হয়ে গেছে। আমরা যদি সেই গল্পের মতো ভাবতে থাকি "ঘড়ে চোর ঢুকে চুরি করে সব
নিয়ে যাচ্ছে বউ যতই বরকে ধাক্কায় বর বলে দেখি বেটা করে কি" তাহলে হয়তো কোনো
এক সময় নিজের আব্রু নাই হয়ে গেলেও কেবল দেখতেই থাকবো।
তাই আসুন আপনাদের ভেতর আইন সম্পর্কে অভিজ্ঞ,স্বচ্ছল কিছুটা ক্ষমতাবান, নিজেরাই মামলা
পরিচালনা করার যোগ্যতা যারা রাখেন প্রতিটি জেলায় জেলায়,আর কিছু না
হলেও নিজ নিজ জেলায় জোট বাধুন।গোষ্ঠী নয় প্রথমে শুরু হওক বিভিন্ন মিডিয়ায় প্রচারিত
অনুসন্ধানী দুনি'তি প্রতিবেদন দিয়ে ব্যাক্তির বিরুদ্ধে
মামলা আইনী প্রতিরোধ ।
আমি নিশ্চিত যারা সাহস পান না অন্যায় অবিচার অনাচারের প্রতিবাদ করতে,সব কিচ্ছু দু'ভাগ্য মনে করে নিজ ঘড়ে মাথা ঠুকছে
তাদের মনে শক্তি যোগাবে। আপনাদের পাশে তাদের সব সক্ষমতা নিয়ে দাঁড়িয়ে যাবে। হয়তোবা এখনি নয় তবে নিশ্চিত সমাজে সুফল
আসবেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরই তা করতে হবে
এবং এখনই।
https://youtu.be/IQPUPWUqv48