জাতীয় পাটি' নেতা ,হাসানুল হক ইনু রাশেদ খান মেনন সবাইকে জিতিয়ে সংসদে নেওয়ার নিল'জ্জ বেহায়েপনার রাজনীতিতে জনগণের ভোটাধিকারের যেহেতু কোনো প্রয়োজন বা মুল্যই নাই সেখানে শত শত কোটি টাকা ব্যয় করে গনতন্ত্রের ভোট প্রক্রিয়াকে কলংকময় করে বিশাল আয়োজনের কি প্রয়োজন?
সমঝোতা যখন হচ্ছেই তখন কি দরকার ছিলো মামলা-হামলা, জেল রাস্তায় টিয়ারশেল,বুলেট জলকামান। নেতাদের সুখ ভোগের জন্য বরং ৩০০ আসন এর ভেতর আওয়ামী লীগ ১০০ বিএনপি ১০০ বাদ বাকি পেশাজীবি , প্রতিনিধি সুশীল-বুদ্ধিজীবি,আমলা-কামলা , ব্রিফকেস পাটি' সকল সংগঠনের মাঝে বিলি বন্টন করে একটা ভাগ-বাঁটোয়ারার সরকার গঠনের মাধ্যমে শত কোটি টাকা সাশ্রয় করে দেশ পরিচালনা করলেই তো ভালো ।
শুধু জনগণের অধিকার খাদ্য - বস্ত্র, শিক্ষা , চিকিৎসা এবং নিরাপদ বাসস্থান সেটা পারবেন কিনা দিতে নেতারা একবার ভাববেন বৈকি।