Friday, August 16, 2019

বাহে আরও একটু ভাবো

একটা জিনিস ভেবে পাই না হটাত করে কিছু লোকের ভারতভুক্ত হওয়ার এতো খায়েশ জাগলো কেন?এই কুলাংগারেরা কি জানেনা জাতি ধম' বণ'নিবি'শেষে এদেশের মানুষ কেনো ১৯৭১ ইং সালে জান প্রাণ বাজি ধরে ঝাপিয়ে পড়েছিল মুক্তি যুদ্ধে পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে?পাকিস্তানীদেরঅন্যায়, অবিচার জুলুম শোষণ নিযা'তন থেকে মুক্তি ছিলো তাদের ধ্যান জ্ঞান।সুদীর্ঘ নয় মাসের যুদ্ধে  ত্রিশ লক্ষ বীর সেনানীর রক্ত, হাজার হাজার মা বোনের ঈজ্জতের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ।কি ভাবছে তারা, ভারতভুক্ত হলে এই কুলাংগারদের ঘড়ে কি দুধের নহর বইবে ? ভারতীয় উচ্চ বণে' কাছে তারা দলিত নিম্ন বণ' ছাড়া অন্য কোনো যোগ্যতা পাবে কি?ভালো হবার সে ভরসা করার কোনো সুযোগ নাই। ইতিহাস বলে ক্ষমতার লোভে  মীর জাফর উমি চাঁদ জগতশেঠরা ইংরেজদের উচকানীতে পলাশীর প্রান্তরে বিশ্বাসঘাতকতা করে  নিজ নিজ সন্যসামন্ত নিয়ে নিবি'কার দাড়িয়েছিলো। হাজার হাজার তামাশা দেখা  মানুষের সামনে গুটিকয়েক ইংরেজদের কাছে যুদ্ধে বাংলার শেষ নবাব  সিরাজুদ্দৌলার পতন ঘটলো। বাংলার স্বাধীনতা হরণ হলো।তারপর শত বছরের পরাধীনতার ইতিহাস।বিশ্বাসঘাতকরা ইংরেজদের কাছ থেকে শেষ নি:শ্বাস ত্যাগ করার আগপয্য'ন্ত অবজ্ঞা অবহেলা করুনা লাথিগুতা ছাড়া কিছুই পায়নি।শুধু তাই না সেদিন থেকে বাংগালী জাতীর ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং থাকবেও যুগের পর যুগ
আজকের এই কুলাংগারদের কি হবে ? শত বছর অবিভক্ত ভারতের ইংরেজ শাসকের কাছে দলিত মথিত হয়ে ১৯৪৭ ইং দেশ ভাগের পর আবার ২৩ বছর পাকিস্তানীদের কাছে তাদের পুব'পুরুষরা  দলিত মথিত হয়েছে৷  এখন তাদের খায়েষ কি ভারতীয় উচ্চ বণে' কাছে দলিত মথিত হবার। বাস্তবতা বড়ই কঠিন।  শেষে কিনা একুল অকুল দুকুল হারিয়ে হতে হবে, না ঘড়কা না ঘাটকা। কথায় আছে ভিখিরীরে ভুতে পেলে তার বোচকারে লাথি মারে। আমিও তাই বলি বাহে আরও একটু ভাবো তারপর পা তোলো সাবধানে।
https://youtu.be/IQPUPWUqv48    

No comments: