একটু কুটুক্তিতেই হয় মানহানী
জাগে বিশেষায়িত বিবেক বুদ্ধিমান
যত্তসব বুদ্ধিমতি নারীর।
বিচার হইতেই হবে
নতুবা যে হবে ক্ষুন্ন নারীর অধিকার ।
সুবন'চরের এক অখ্যাত নারী
চার সন্তানের জননী
লাঞ্চিত ধষি'ত নিজ বসত ভিটায়
সামনেই বন্দী ,
অসহায় পতি, তার নিজেরই সন্তান।
কোথায় সেই সুশীল সমাজ
সুবিধাভোগী চামচার দল
একটু কিছুতেই যারা তোলে রব
দেশ জাতি মানবতা
সবই যায় বুঝি রসাতল।
তারা কি আজ বধির, অন্ধ
লাজ লজ্জাহীন ?
ভাবছো হতদরিদ্র সে নারী
যার না আছে মান, না আছে বিত্ত বৈভব
ঘাটাঘাটির কি আর দরকার,
ভরশা নাই সেখানে খুদ কুটো মিলবার।
নাকি ভেট পদ পদবীতে
তোমরা আছো আপ্লুত বড় বেশী
তাই চেতনাবোধ উঠে না জাগি।
Facebook : ০৩/০১/২০১৯ ইং ঢাকা।
https://youtu.be/IQPUPWUqv48
জাগে বিশেষায়িত বিবেক বুদ্ধিমান
যত্তসব বুদ্ধিমতি নারীর।
বিচার হইতেই হবে
নতুবা যে হবে ক্ষুন্ন নারীর অধিকার ।
সুবন'চরের এক অখ্যাত নারী
চার সন্তানের জননী
লাঞ্চিত ধষি'ত নিজ বসত ভিটায়
সামনেই বন্দী ,
অসহায় পতি, তার নিজেরই সন্তান।
কোথায় সেই সুশীল সমাজ
সুবিধাভোগী চামচার দল
একটু কিছুতেই যারা তোলে রব
দেশ জাতি মানবতা
সবই যায় বুঝি রসাতল।
তারা কি আজ বধির, অন্ধ
লাজ লজ্জাহীন ?
ভাবছো হতদরিদ্র সে নারী
যার না আছে মান, না আছে বিত্ত বৈভব
ঘাটাঘাটির কি আর দরকার,
ভরশা নাই সেখানে খুদ কুটো মিলবার।
নাকি ভেট পদ পদবীতে
তোমরা আছো আপ্লুত বড় বেশী
তাই চেতনাবোধ উঠে না জাগি।
Facebook : ০৩/০১/২০১৯ ইং ঢাকা।
https://youtu.be/IQPUPWUqv48