হে মোর মাতৃভূমি
তোমার লাল সবুজের
পতাকা ।
জাতী আজ বহুধা
বিভক্ত
বাঙ্গালী না
বাংলাদেশী
জিন্দাবাদ না
জয়বাংলা বলি
বিবাদ বড়ই নগন্য
।
চাওয়া ছিল তাদের
থাকবো মোরা
সমৃদ্ধি,শান্তি আর স্বস্থিতে ।
সমৃদ্ধি এসেছে
অনেক ,বিভেদ আর বিবাদে
পিছু নিয়েছে তাই
. নীচে হায়েনা
উপরে শকুনের ছায়া
।
সীমান্তে
কাটাতারের বেড়া,
আছে
ওপারে মারণাস্ত্র
তাক করা,
যখন তখন ছুটে আসে
গুলি
পরখ করতে হাতের
নিশানা ।
এপারে হয় হত নাহয়
আহত,
একেবারেই
মূল্যহীন প্রাণ ।
কি আর যাবে করা
মৃদু প্রতিবাদে
তাই শুধু
আত্বতৃপ্তি খোজা
।
এপারে ছিল যত
বহমান নদী
ওপারে বাধ দিয়ে
সব পানি তুলি,
করিছে মরূভুমি
তোমার সবভুমি ।
কখনো করে ওষ্ঠাগত
প্রাণ
কখনো আবার ডোবায়
আবাদী ফসল-সব আশ্রয়স্থল।
তবুও মোদের বড়
বন্ধু তারা
আমরা নহি অকৃতজ্ঞ
জাতী
রাখিয়াছি তাই সকল
দ্বার উন্মূক্ত করি।
দিয়াছি অকাতরে
সবই ,বিনিময়
"হবে"
আশ্বাসে বড় ঢেকুর তুলি।
গনতন্ত্রের টুটি
চেপে ধরি
চারিদিকে শুধু
উন্নয়নের কথা বলি ।
হাত পা মুখ সবই
বাধা
রাস্তায় সিএনজির
পিঞ্ছরে ঢোকা
নিজ ঘরে লোহার
গরাদে বসবাস
লাগায়ে গেটে বড়
তালা । আর তখন,
রাজপথে উল্লাসে
থাকে হায়েনা ।
আজ নিরাপদ কেহ
নহি,
আবাল বৃদ্ধ বনিতা
মায়ের জঠরে শিশু
এমন কি রাজকোষে
জমানো টাকা ।
তাই বুক চিরে আত'নাদ ওঠে
এ কেমন স্বাধীনতা
।
মোরা বড় অভাগা
জাতী
দাত থাকতে দাতের
মযা'দা না বুঝি ।
হে মোর মাতৃভুমি
বিভ্রমে পথহারা
জাতী ,
কান্ডারী দাও মোদের
গজে' উঠি ৭১ এর মত, অভিপ্রায়
লাখো শহীদের ঋণ
শোধরাবার ।
No comments:
Post a Comment