Sunday, February 18, 2018

কি হবে এত স্বাধের বিত্তবৈভবের ?

চারিদিকে চলছে  অবাক করা সব কান্ডকারখানা সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার বলা হলেও চাকুরী কলেজ বিশ্ববিদ্যালয়ে ভত্তি'তে কোটা প্রথার মাধ্যমে তা অনেক আগেই প্রশ্নবিদ্ধ বলে মনে হয়।নতুন করে অনুমতি ছাড়া অপরাধী সরকারী চাকুরীদের গ্রেফতারে বিধিনিষেদের ব্যাবস্তা আরো  প্রশ্নবিদ্ধ হবে বৈকি ? বিভিন্ন বিষেসনে ভুষিত নামাবলির তকমা  গায়ে চড়িয়ে কেহ কেহ   বড় বেশী ধামি' সেজে ধম'প্রাণ মানুষকে অধামি' বানাতে  চায় কেহবা আবার পদ পদবী রাজতোষের আশায়  লাখো শহীদের  রক্তে কেনা  বাংলাদেশের গঠনতন্ত্রের  মুলস্তম্ব গুলির একটি গনতন্ত্র মুছে ফেলে উন্নয়ন নামক চটকদার শব্দ  প্রতিষ্ঠিত করার  ছবক দিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধীকার হরনের জন্য রাত দিনের ঘুম হারাম করে প্রানান্তকর চেষ্টা করে চলেছেন গুম খুন ধষ' চাদাবাজিরাহাজানী এখনতো মনে হয় একেবারে ডালভাত
আমরা কি কখনো ভেবেছি  যে গাড়ী বাড়ী ব্যাংক ব্যালান্সের বিত্তবৈভব গড়ে তোলা হছে্ছ গুম খুন চাদাবাজিরাহাজানী ছলে বলে কুটকৌশলে, ক্ষমতার বলয়ে থেকে আইন কানুন ভাল মন্দ,ন্যায়অন্যায়ের বাছ বিচার না করে জ্বীবদশায় ঘট যখন উল্টে যাবে,নিজের ক্ষমতা থাকবে না , বয়সের ভারে শরীরের তাকত থাকবে না একই ঘটনা ঘটে যদি নিজের উপর, যে আপনজনদের জন্য এতকিছু তাদেরই কেহ যদি হয় সেদিন একই কায়দায় গুম খুন  ধষ'নের শিকার তখন কি হবে এত স্বাধের বিত্তবৈভবের
আসুন রাতে খেয়ে দেয়ে ঘুমানোর আগে একটু চোখ বন্ধ করে নিজেকে গুম খুন হওয়া ব্যাক্তি মনে মনে দাড় করাই , যে  ব্যাক্তির অথ' সম্পদ আত্বসাত করা হয়েছে  সে ব্যাক্তিটি আমি , পরিবারকে আমার নিজের পরিবার মনে করি মনে করি যে মেয়েটাকে ধষ' করা ' সেতো হতে পারে আমারই মেয়ে অথবা কোন নিকট আত্বীয় গাড়ীতে পেট্রল বোমা মেরে যে মানুষগুলিকে ঝলসে দেওয়া ' সেখানেও থাকতে পারে আমারই সন্তান অথবা কোন নিকট আত্বীয়  কি ভাবছেন ? ভাবছেন আপনার বিত্তবৈভব আছে পাড়ি জমাবেন ইউরোপ আমেরিকা নাহয় সিঙ্গাপুর -মালয়েশিয়া কিন্তু আপনার সব ভাইবোন নিকট আত্বীয় পারবে কি যেতে ? নিশ্চয়ই তা নয়
সুতরাং আসুন আর দেরী নয় পেশাজিবী বুদ্ধিজিবীর  বিভিন্ন বিষেসনে ভুষিত নামাবলির তকমার আড়ালে মওকাখুজি না হয়ে গোত্র মন্ত্র ত্যাগ করে সত্যিকার মানুষ হওয়ার চেষ্টা করি সাদাকে সাদা কালোকে কালো বলার চেষ্টা করি।আগামী প্রজন্মকে স্বপ্নপুরী না দিতে পারি  চেষ্টা করি যেন তাদের  মৃত্যুপুরীতে রেখে না যাই
Face book Post : 24/07/2017
https://youtu.be/IQPUPWUqv48

No comments: